তবে কি সমাধান হাতের কাছেই? বহুদিন ধরেই তো চলছে গবেষণা, কিন্ত্ত এখনও সমাধান অধরাই৷ বিজ্ঞানীদের 'মোনোরেল' থেরাপিই হয়তো ক্যান্সারের সম্ভাব্য জবাব৷ লোভে পাপ, পাপে মৃত্যু৷ এই প্রবাদকে হাতিয়ার করেই ক্যান্সারের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির এক দল গবেষক৷ তাদের বানানো সূক্ষ্ম ন্যানোফাইবার ক্যান্সারের টিউমারগুলিকে আকৃষ্ট করে বয়ে নিয়ে আসবে বিষাক্ত জেলের মধ্যে৷ এই জেলের মধ্যেই ধ্বংস হবে ক্ষতিকারক টিউমার৷ কিছুক্ষেত্রে টিউমারগুলিকে নিয়ে আসা হবে শরীরের এমন কোনো স্থানে,...

